Letter from Bangladesh : Ananta Bijoy

গত ২৬ জুলাই বাংলাদেশ যুক্তিবাদী কাউন্সিল এর জন্মদিনে কাউন্সিলের প্রতিষ্ঠাতা অনন্ত-র এই চিঠিটি পেলাম। খবর হিসাবে তুলে দিলাম।

আজ আমাদের বি.যু.কা.’র জন্মদিন। দেখতে দেখতে ছয়টা বছর পূর্ণ করে সাতে পা দিল। ভাবাই যায় না, সিলেটের মত ছোট্ট শহরে এতটা বছর পার করেছি আমরা। পিছনের দিকে তাকালে মনে হয় এই তো সেদিনের ঘটনা মাত্র। জাহিদ ভাইয়ের সাথে দেখা এক সন্ধ্যায়। তারপর জাহিদ ভাইয়ে বিদেশ চলে যাওয়া। এরপর আনোয়ার ভাইয়ের সাথে কথাবার্তা। আনোয়ার ভাইয়ের মাধ্যমেই সিহাব ভাই, শামীম ভাই, শাহরিয়ার ভাই, মাহমুদ ভাইয়ের সাথে পরিচয়। তারপর জাহাঙ্গীর, লিটন, মনির, কানন, আলীম। ২০০৫ সালের ২৭ জুলাই বিকেল বেলায় আমাদের সাংগঠনিক যাত্রা শুরু। এরপর কত দিন, কত সন্ধ্যা কেটে গেছে উপশহরের ছোট্ট অফিসে বসে আড্ডা, গল্প আর পুরি-পিয়াজি খাওয়ার ফাঁকে ফাঁকে। সময়ের বদলে ওখান থেকে শহীদ মিনার, চৌহাট্টার ফুটপাত, মানরু মার্কেটের বারান্দা, ভোলানন্দ নাইট স্কুল, স্টেডিয়ামের গ্যালারি, রিকাবী বাজারের অফিস, ইটালি রেস্টুরেন্ট, সৈকত রেস্টুরেন্ট কত জায়গাতেই আমরা একত্রিত হয়েছি বারে বারে। এই সময়ে সঙ্গী হিসেবে পেয়েছি অনেককেই, ধন্য হয়েছি তাঁদের সহচর্যে। অরুণ দা, নুরুল ভাই, রেজাভাই, মইনুল ভাই, চিন্ময় দা, লিটন দা, সৌরভ ভাই, জফির স্যার, সামসুল ভাই, ছাদি ভাই, অসীম, অরূপ, নাঈম, মৃণাল, বিধান দা, রাজকুমার দা, সঞ্জয়, অসীম, ছাদি ভাই কার নাম রেখে কার বলবো… সিদ্ধার্থ, বিষ্ণু, অভীক, গৌতম আর কত জন। পথ চলতে কত জনের সাথে দেখা, কত জনের সাথেই তর্ক, জমজমাট বিতর্ক। ঘণ্টার পর ঘণ্টা কেটে যেত হুঁশ থাকতো না। কত ঘটনা, কত স্মৃতি, কত হুমকি, কত টেনশন, কত ওয়াজ-নসিহত, কত ভ্রমণ, কত আড্ডা, কত বিতর্ক চোখের সামনে জ্বল জ্বল করে সবসময়। কাছে অথবা দূরে কত শুভানুধ্যায়ী, কত সদস্য সামনে অথবা পিছন থেকে নিরলস ভাবে সহযোগিতা, পরামর্শ দিয়ে গেছেন আমাদের। হাত বাড়িয়ে দিয়েছেন বারে বারে। এগুলি কখনো ভুলার নয়। ভুলা সম্ভব নয়। আমাদের মামুন ভাই, প্রবাসে থেকেও বি.যু.কা.’র জন্য যেভাবে নিরবিচ্ছিন্ন সহযোগিতা করে গেছেন তা অতুলনীয়। বি.যু.কা.’র প্রতি এত মানুষের ভালোবাসা, আগ্রহ আমাদের শুধুই করেছে ঋণী। তাঁদের কল্যাণেই বি.যু.কা’র কণ্ঠস্বর যুক্তি, বাংলাদেশে আজ একনামেই পরিচিত। বি.যু.কা. সদস্য, শুভানুধ্যায়ীর শ্রমে, ঘামে, মেধায় সিক্ত এর প্রতিটি পৃষ্ঠা। আজকে আমাদের প্রাণপ্রিয় বি.যু.কা.’র শুভ জন্মদিনে আমাদের সকল সদস্য, শুভানুধ্যায়ীর প্রতি জানাই আন্তরিক আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা।

অনন্ত বিজয় দাশ

Share

Leave a Reply

 

 

 

You can use these HTML tags

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>